চাঁদপুরের ফরিদগঞ্জে বিষধর সাপের কামড়ে ৯ মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামে ওই নারীকে সাপে কামড়ায়। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।কাঞ্চন
বলেন, গতকাল সন্ধ্যায় তিনিও ওই কক্ষে ছিলেন। তাঁর স্ত্রী আয়েশা অসুস্থতার কারণে ঘরে বিশ্রামে ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে আয়েশা খাট থেকে নামতে গেলে একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মিজানুর রহমান আয়েশাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান বলেন, অধিক বিষক্রিয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।